জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স সুপারস্টার আজমেরী হক বাঁধন। পর্দায় কখনো তিনি গ্ল্যামারে পরিপূর্ণ, আবার কখনো বিভিন্ন নন-গ্ল্যামারাস চরিত্রে নজর কাড়েন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে সবার ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। বাঁধনের ব্যক্তি জীবনে ও রূপালী পর্দায় সাহসের সেই ছাপ সুস্পষ্ট। ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে ভয়াল বন্যা পরিস্থিতিতেও তাঁর সক্রিয় ভূমিকা দেখা গেছে। দেশে সেবামূলক, নারী ও শিশুদের জন্য কল্যাণমুখী নানা সংস্থার সঙ্গে যুক্ত এই অভিনেত্রী।
সম্প্রতি ৪০ পার করেছেন বাঁধন। একমাত্র মেয়েকে নিয়ে তার সংসার। ৪১ বছরে এসে সম্প্রতি একটি গণমাধ্যেমে সাক্ষাৎকারে জীবন নিয়ে উপলব্ধির কথা জানালেন এই লাক্স তারকা। জানালেন, পথ চলতে তার একজন জীবন সঙ্গী প্রয়োজন।

বাঁধন বলেন, ‘৪০ বছরে আমি অন্য রকম একটা জীবন যাপন করছি। জীবনের এ সময়ে এসে মনে হয়েছে, একজন সঙ্গী দরকার। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট। সমাজে চলতে ফিরতে সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী প্রয়োজন।
এদিকে বাঁধনের মেয়েও বলছে, তার মায়ের একজন সঙ্গী দরকার। মেয়ের কথা নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার মেয়ে একটু বড় হয়েছে। ও আস্তে আস্তে বুঝছে, মায়ের সবকিছুই একা একাই করতে হয়। মাকে একা কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।’

জীবনসঙ্গীর ব্যাপারে কখন থেকে সিরিয়াস ভাবছেন, এমন প্রশ্নের উত্তরে বাঁধন বলেন, এক–দেড় বছর হবে জীবনসঙ্গীর কথা চিন্তা করছি। আমি এখনো তেমন কাউকে খুঁজে পাইনি। যাকে জীবনসঙ্গী করা যায়। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে সঙ্গী হিসেবে তার সঙ্গে পথচলা শুরু হবে।’
নতুন কাজ নিয়ে আজমেরী হক বাঁধন বলেন, ‘খুব শিগগিরই ‘এশা মার্ডার’ ছবির বাকি অংশের শুটিং শুরু হবে। আগামী বছর এক-দুটা কাজের কথাবার্তা চলছে। দেখা যাক, সব চূড়ান্ত হলে তবেই জানা যাবে।’
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
































