• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

চলন্ত মোটরসাইকেলে বসে টিকটক, ট্রাকের ধাক্কায় নিহত ২


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুন ১১, ২০২৩, ০৮:৩৪ এএম
চলন্ত মোটরসাইকেলে বসে টিকটক, ট্রাকের ধাক্কায় নিহত ২

লালমনিরহাটে টিকটক ভিডিও করার সময় ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অপর এক বন্ধু।

শনিবার (১০ জুন) রাতে লালমনিরহাটের কাকিনা-রংপুর মহিপুর সড়কে গংগাচওড়া শেখ হাসিনা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সহিদুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী (১৮) ও একই এলাকার আজির আলীর ছেলে শাহা আলম (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে তিন বন্ধু কাকিনা-মহিপুর সড়কের গংগাচওড়া শেখ হাসিনা সেতুতে যান। সেখানে চলন্ত অবস্থায় মোবাইলে টিকটকের ভিডিও করছিলেন তারা। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওয়াজেদ আলী ও শাহা আলমকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হাবিবুর রহমান বলেন, “স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে নিহতরা আমার থানা এলাকার হলেও ঘটনাস্থল গংগাচওড়া থানা এলাকায়।”

Link copied!