• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

পুলিশের পোশাকে টিকটক, নারীসহ গ্রেপ্তার ৬


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩, ০৬:৩৩ পিএম
পুলিশের পোশাকে টিকটক, নারীসহ গ্রেপ্তার ৬

পুলিশের পোশাকে টিকটক ভিডিও করার সময় নারীসহ ছয় টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রাহাত আলীর ছেলে রওনক বিশ্বাস (২৩), পবা থানার আয়নাল হকের ছেলে মোস্তাকিম (২৫), রাজপাড়া থানার মৃত মনছুর রহমানের ছেলে আল মামুন (৪৭), কাশিয়াডাঙ্গা থানার আব্দুর রাজ্জাকের ছেলে সাজু আহমেদ (৩৩), কুষ্টিয়া জেলার সদর থানার মঞ্জুর হোসেনের ছেলে হাবিবুর রহমান (১৯) ও পাবনা জেলার ঈশ্বরর্দীর আবদুল মান্নানের মেয়ে আয়েশা সিদ্দিকা (২২)।

পুলিশ জানায়, শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে পুলিশের পোশাক পরে কয়েকজন নারী ও পুরুষ পুলিশ সম্পর্কে নেতিবাচক টিকটক ভিডিও ধারণ করার সময় তাদের আটক করা হয়। এ সময় ওই নারীর কাছে পুলিশের পোশাক পরার কারণ জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা হয়েছে।

Link copied!