• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

টয়লেটের হাউজ থেকে নারীর মরদেহ উদ্ধার, যুবক আটক


এসকে সুজয়, নড়াইল
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৪, ০৩:৩৩ পিএম
টয়লেটের হাউজ থেকে নারীর মরদেহ উদ্ধার, যুবক আটক
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া টয়লেটের হাউজ থেকে আম্বিয়া (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। আম্বিয়া একই গ্রামের হাবিবার রহমান মোল্যার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ১২টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রজ্জেক মোল্যার বাড়িতে থাকা টয়েলেটের হাউজে ওই নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত রজ্জেক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!