• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন দিল দুর্বৃত্তরা


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ০৮:৪৭ এএম
চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন দিল দুর্বৃত্তরা

চট্টগ্রাম নগরীর ইপিজেড মোড় ও গরীবুল্লাহ শাহ এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাস দুটিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টা এবং মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গরীবুল্লাহ শাহ মাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে রিজার্ভ ভাড়া নিয়ে এসেছিল মিনিবাসটি। যাত্রীরা কমিউনিটি সেন্টারে গেলে ওই এলাকার বাস কাউন্টারের সামনে গাড়িটি রাখা হয়। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ গাড়িটি জ্বলতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এর মধ্যে বাসটির বেশি অংশ পুড়ে যায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় একটি খালি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

এদিকে মঙ্গলবার ভোর ৬টার দিকে নগরীর ইপিজেড মোড়ে শ্রমিকদের নেওয়ার জন্য যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার পংকজ দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মঙ্গলবার থেকে তিন দিনের সড়ক, রেল ও নৌপথে সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো।

Link copied!