• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৮:৩৯ পিএম
সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা
সীমান্ত। ছবি : সংগৃহীত

সীমান্তে ভারতের মেঘালয় অংশে ভারতীয় খাসিয়ার গুলিতে মারুফ মিয়া (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মারুফ মিয়া উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

হাফিজুর রহমান জানান, জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলারের ৬০ গজ ভারত সীমান্তের ভেতর মারুফ মিয়াসহ কয়েকজনের সঙ্গে ভারতীয় খাসিয়াদের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে তারা গুলি করে। এসময় তার সঙ্গে থাকা অন্য যুবকরা আহত অবস্থায় মারুফকে দেশে নিয়ে আসে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাফিজুর রহমান আরও জানান, এ ঘটনার পর পর আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) প্রতিবাদ জানানো হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!