• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

চার ঘণ্টা পর মোজা তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৯:৪৮ পিএম
চার ঘণ্টা পর মোজা তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে
মোজা তৈরির কারখানার আগুন। ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের ধলাদিয়া সাইনবোর্ড এলাকায় গ্লোব গ্লোভস্ ম্যানুফ্যাকচার বাংলাদেশ লিমিটেড নামক কারখানাটির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয় ইউনিটের সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনটির তিন তলার কয়েক জায়গা থেকে ধোঁয়া দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস, শ্রীপুর ফায়ার সার্ভিস ও রাজেন্দ্রপুর চৌরাস্তাসহ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের মাত্রা বাড়তে থাকায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এসে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

Link copied!