জামালপুরের ইসলামপুরে ডাকবাংলোতে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের অবস্থানের সময় খেলনা পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুলাই) রাত ১০টার দিকে ডাকবাংলোতে এ ঘটনা ঘটে।
আটক দুই যুবক জেলার মেলান্দহ উপজেলার বাসিন্দা হলেও তাদের নামপরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিত রায়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, “রাতে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ডাকবাংলোতে অবস্থানের সময় তার আশপাশে দুজন যুবককে ঘুরাঘুরি করতে দেখা যায়। এমন সময় ১০টার দিকে তাদের কোমরে পিস্তল সদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা নেতাকর্মীরা। পরে তারা দুই যুবককে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।”
অভিজিত রায় বলেন বলেন, “থানায় এনে দেখা যায় পিস্তল সদৃশ বস্তুটি একটি খেলনা পিস্তল। যেটি গ্যাস লাইট হিসেবে ব্যবহার করা হয়। এ ছাড়া আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কী কাজে এখানে এসেছে বা তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা?”
উল্লেখ্য, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































