দিনাজপুরের কাহারোলে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) উপজেলার তের মাইল পূর্ব মল্লিকপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সৈয়দপুর উপজেলার নয়াবাজার হাওলাদারপাড়ার মৃত সামছাদের ছেলে শাহীন মিয়া (৪০) এবং একই উপজেলার সাহেদপাড়ার মজনু মিয়ার ছেলে মোহাম্মদ শহীদ (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর থেকে মোটরসাইকেল নিয়ে শাহীন এবং শহীদ দিনাজপুরে বীরগঞ্জে যাচ্ছিলেন। পথে রাস্তা পার হওয়া একটি কুকুরের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার শিকার কুকুটিরও মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































