নোয়াখালী সদর উপজেলায় মো. এমরান হোসেন মুন্না (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরপক্ষের বিরুদ্ধে।
সোমবার (১৫ আগস্ট) ভোরের দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুন্না সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের আহমদ উল্যার ছেলে।
নিহতের বাবা আহমদ উল্যাহ জানান, চার বছর আগে প্রেমের সম্পর্কে পরিবারের মতের বিরুদ্ধে জামালপুর গ্রামের মোরশেদ আলম মুসার মেয়ে শিল্পী আক্তারকে বিয়ে করেন মুন্না। বিয়ের পর থেকে মুন্নার এবং তার স্ত্রী শিল্পীর সঙ্গে পারিবারিক কলহ দেখা দেয়। ওই কলহের জের ধরে দুই মাস ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মুন্নার বিরোধ চলে আসছিল। দুই দিন আগে শ্বশুরবাড়িতে বেড়াতে যান মুন্না। সোমবার ভোরে শ্বশুরবাড়ি থেকে খবর আসে মুন্না আত্মহত্যা করেছেন।
আহমদ উল্যাহ আরও জানান, তার ছেলে মুন্না আত্মহত্যা করেননি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মুন্নাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যার গুজব ছড়ানো হচ্ছে।
এদিকে মুন্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন মুন্নার শ্বশুর মোরশেদ আলম মুসা।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































