• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শামীম ওসমানের শিষ্যের ধানের শীষে ভোট প্রার্থনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১১:০০ এএম
শামীম ওসমানের শিষ্যের ধানের শীষে ভোট প্রার্থনা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক এমপি শামীম ওসমানের শিষ্য মনিরুল আলম সেন্টু ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে কুতুবপুর ইউনিয়নের অলিগলির বাসাবাড়ির দেওয়ালে দেওয়ালে পোস্টার সাঁটানো হলে স্থানীয়রা ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় তুলেন।

স্থানীয়রা জানিয়েছেন, ক্ষমতা ধরে রাখার কারণে সেন্টু যে কাজ ইচ্ছা তাই করছেন। বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, এ বিষয়ে জোরালো প্রতিবাদ প্রয়োজন।

২০১৮ সালের ২৪ ডিসেম্বর ফতুল্লার পঞ্চবটি এলাকায় নির্বাচনী জনসভায় শামীম ওসমানের পক্ষে ভোট চাওয়ায় তৎকালীন থানা বিএনপির সহসভাপতি মনিরুল আলম সেন্টু দল থেকে বহিষ্কার হন। এরপর ২০১৯ সালে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করেন।

সেন্টুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়া ও হত্যাচেষ্টা সম্পর্কিত একাধিক মামলা থাকলেও, রহস্যজনক কারণে পুলিশ তাকে এখনও গ্রেফতার করেনি। বিভিন্ন দল ও স্থানীয়দের ক্ষোভের মধ্যে সেন্টু ক্রমশ বেপরোয়াভাবে চলাফেরা করছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানিয়েছেন, "সেন্টুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে বাধা দেওয়া ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তাকে পুলিশ খুঁজছে এবং যে কোনো সময় গ্রেফতার করা হবে।"

Link copied!