খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তাই নেতাকর্মীদের আরও ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদরের চরমটুয়া মাদ্রাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এমনটি আমাদের প্রত্যাশা। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দায়িত্ব আরও বাড়বে এবং সেই দায়িত্ব খুবই কঠিন ও চ্যালেঞ্জের। তাই সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
নেতাকর্মীদের আরও ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “নেতাগিরি করতে হলে জনগণকে সম্মান ও সমীহ করতে হবে। তরুণ প্রজন্ম মনে করেন ১৭ বছরের যে রাজনৈতিক ট্রেন চলে আসছে, সেটাই প্রকৃত (আসল) রাজনীতি। হানাহানি মারামারি করে রাজনৈতিক নেতা বনে যাবেন তেমনটি কিন্তু নয়।“
এ্যানি বলেন, “রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হলে মন-মানসিকতার পরিবর্তন করে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হতে হবে। ১৭ বছরের রাজনৈতিক যে ট্রেন, ১৭ দিনে বা ১৭ মাসেই যে শেষ হয়ে যাবে তাও কিন্তু নয়।
অনুষ্ঠানে চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট এম এন জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের পাইলট হাউজের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হাসান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুন আল মাদানী ও মোহতামিম মাওলানা আবু তাহের। পরে মসজিদের নামফলক উম্মোচন করা হয়।








































