চাঁদপুর সদরে পুকুরে ডুবে মা-ছেলেসহ তিন জনের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকালে বাখরপুর ও সাবদি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার বাখরপুর গ্রামের মা খাদিজা আক্তার (২৮), ছেলে আবু বক্কর ছিদ্দিক (৭) এবং সাবদি এলাকার মনসুরা (২)।
স্থানীয়রা জানান, সকালে গোসল করতে গিয়ে ছেলে আবু বক্কর পানিতে তলিয়ে যায়। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে মা এবং ছেলে দুজনেই প্রাণ হারান। অন্যদিকে, সাপদি এলাকায় বাড়ির পুকুরে ডুবে মানসুরা নামে দুই বছরের শিশু মারা যায়।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুর রকিব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








































