• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৫


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০৮:১৭ পিএম
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কুদ্দুছ হাওলাদার (৩৫) নামের পিকআপের চালক নিহত হয়েছেন। কুদ্দুছ  বরিশালের বাখরগঞ্জ উপজেলার বাসিন্দা। এই দুর্ঘটনায় আরও পাঁচ বাসযাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকা হয়ে একটি যাত্রীবাহী বাস ফেনীর দিকে যাচ্ছিল। এরসঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপের চালক নিহত হয়েছে। এছাড়া পাঁচ বাস যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

মহিপাল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, “লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!