বাগেরহাটের মোংলায় মো. শাহিন (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত যুবক মোংলা পৌর শহরের ছাড়াবাড়ি এলাকার একরামুল হকের ছেলে।
নিহতের ভগ্নিপতি জামাল হোসেন জানান, একই এলাকার আ. রশিদের ছেলে মারুফ পূর্বশত্রুতার জেরে শাহিনকে কুপিয়ে হত্যা করেছেন।
নিহতের বড় বোন খাদিজা বেগম বলেন, “দেড় বছর আগে শাহিন তার বন্ধু মারুফের স্ত্রী নাদিরাকে বিয়ে করেন। এর পর থেকেই বিভিন্ন সময় শাহিনকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন মারুফ। আজ সন্ধ্যায় মারুফ সেই শত্রুতার জেরে আমার ভাইকে খুন করেছে। খাদিজা তার ভাইয়ের ন্যায়বিচার দাবি করেছেন।”
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সিরাজুল ইসলাম বলেন, “শাহিনের পেটে বড় ধরনের ইনজুরি থাকায় রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।”
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শাহিন নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মারুফকে আটকে পুলিশের তৎপরতা চলছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































