• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

ব্রাজিলকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০৩:১৫ পিএম
ব্রাজিলকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

গত ডিসেম্বর কাতারে ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তবে তখন র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উটতে পারেনি তারা। এবার আন্তর্জাতিক বিরতিতে উড়ন্ত পারফর্ম্যান্স লিওনেল মেসির দলকে নিয়ে গেছে র‍্যাঙ্কিংয়ের চুড়ায়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে দেখা যায় ব্রাজিলকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

দুই নম্বরে উঠেছে গেল বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স। এদিকে দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে ব্রাজিল।

সম্প্রতি আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারানোর পর লিওনেল মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে ৭-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল একমাত্র প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যায় মরক্কোর কাছে।

র‍্যাঙ্কিংয়ে সেরা দশে আর কোনো পরিবর্তন হয়নি। ১৯২ নম্বরে জায়গা হয়েছে বাংলাদেশের।

Link copied!