• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

জয় দিয়ে নারী বিশ্বকাপে যাত্রা শুরু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৭:২৩ পিএম
জয় দিয়ে নারী বিশ্বকাপে যাত্রা শুরু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার
ছবি: সংগৃহিত

নিউজিল্যান্ড-নরওয়ের ম্যাচ দিয়ে মাঠে গড়ায় এবারের নারী বিশ্বকাপের আসর। উদ্বোধনী ম্যাচটা জয় দিয়ে রাঙ্গিয়ে রাখলো স্বাগতিক নিউজিল্যান্ড। ঘরের মাঠে নরওয়েকে ১-০ গোলে হারায় তারা। এরআগে পাঁচ বিশ্বকাপ খেলা নিউজিল্যান্ডের ছিলো বিশ্বমঞ্চে  এটাই প্রথম জয়।  

তবে, বিশ্বকাপের ম্যাচ শুরুর আগেই অকল্যান্ডে ঘটে গেলো অপ্রিতিকর এক ঘটনা। বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। তবে সেই ঘটনা বিশ্বকাপে কোনো প্রভাব ফেলতে পারেনি। সময় মতই অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হয় বিশ্বকাপ। ম্যাচ শুরুর আগে নিহতদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

ফেভারিট হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলো নরওয়ে। র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়েও ছিলো তারা ১৫ ধাপ। কিন্তু শতচেষ্টা করেও আজ অঘটন এড়াতে পারেনি ১৯৯৫ এর বিশ্বচ্যাম্পিয়নরা।  প্রায় মাঠে উপস্থিত ৪২ হাজার দর্শকের সামনে তাদের ছেড়ে কথা বলেনি নিউজিল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই নরওয়ের সাথে সমান তালে লড়ে যায় স্বাগতিকরা। বল দখলের লড়াইয়ে দুদলিই ছিলো সমানে সমান।  কিন্তু কোন ভাবেই গোল করতে পারছিলোনা কেউই ।ফলে  প্রথমার্ধ গোলশূন্য  রেখে যেতে হয় বিরতিতে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই  অধরা সেই গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। ৪৮ মিনিটে ডানপ্রান্ত থেকে জ্যাকি হ্যান্ডের ক্রসে পা ছুঁইয়ে জালের ঠিকানা খুঁজে নেন হান্নাহ উইলকিনসন।

এরপর নরওয়ে গোল শোধে মরিয়া হয়ে উঠে। কিন্তু কোনভাবেই কিছু হচ্ছিলো না। তাদের সামনে কখনও বাধাঁ হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড গোল রক্ষক কখনও বা স্বাগতকিদের ডিফেন্স কিংবা বারপোস্ট।

উল্টো ম্যাচের শেষ মুহূর্তে করে বসলো ভুল। ডি-ভক্সের ভিতর নরওয়ের ডিফেন্ডারের হাতে বল লাগলে ভিআরএস এর কল্যানে পেনাল্টি পান স্বাগতিক নিউজিল্যান্ড। সুযোগ কাজে লাগাতে পারে নি স্বাগতিকরা।পেনাল্টি মিস করে বসেন রিয়া পারসিভাল।

পেনাল্টি মিস করলেও তা জয়ের পথে কোন বাধা হয়নি স্বাগতিকদের। নরওয়েকে কাঁদিয়ে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে তারা।

এদিকে, দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধ  থাকে গোল শূণ্য। ম্যাচের ৫২ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন স্টেফানি ক্যাটলি। 

Link copied!