• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ভারতকে মাত্র ১১৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ নারী দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৪, ০৩:৪১ পিএম
ভারতকে মাত্র ১১৮ রানের টার্গেট  দিয়েছে বাংলাদেশ নারী দল
দলের পক্ষে সর্বেোচ্চ ৩৯ রান করার পথে বাউন্ডারী হাঁকাচ্ছেন দিলারা। ছবি : সংগৃহীত

পাঁচ ম্যাচের টি- টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতের  নারী দলের কাছে পরাজিত হয়েছে স্বাগতিক বাংলাদেশ দল। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। 

টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর। বাংলাদেশ আগের দুই ম্যাচের মতো ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছে। ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১১৭ রান করেছে তারা। 

দলের পক্ষে দিলারা আক্তার ছাড়া কেউই টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করতে পারেননি। দিলারা ২৭ বলে ৫টি চারে ৩৯ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৬ বলে মাত্র ২৮ রান করেন। সোবহানা মোশতারি ২০ বলে মাত্র ১৫ রান করেন। রিতু মনি ১৪ বলে ৮ রান করে ফেরেন। 

ভারতের রাধা যাদব ২টি এবং রেনুকা, পূজা ও শ্রীয়াঙ্কা ১টি করে উইকেট লাভ করেন। 

এই ম্যাচে ভারত জিতলে তারা দুই ম্যাচ হাতে রেখেই  সিরিজ নিশ্চিত করবে। আর বাংলাদেশ জিতলে তারা সিরিজ জয়ের সম্ভাবনা জিইয়ে রাখতে পারবে। ফলে এই ম্যাচ বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই।

Link copied!