• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

চেনা ছন্দে ফিরতে মরিয়া সাবিনারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ১১:৪৮ এএম
চেনা ছন্দে ফিরতে মরিয়া সাবিনারা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার (১৬ জুলাই) বিকেল ৫টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

এর আগে প্রথম ম্যাচে ড্র করে দুই দল। পুরো ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে থাকলেও অতিরিক্ত সময় সাবিত্রা ভান্ডারির গোলের সমতায় ফেরে নেপাল।

সাফ চ্যাম্পিয়নশিপের ১০ মাস পর ট্রাইগ্রেসরা মাঠে নামে। দীর্ঘ বিরতির পর মাঠে নামার কারণে চেনা ছন্দে ছিলেন না সাবিনারা।

বাংলাদেশের কোচ মাহবুবুর রহমান লিটু মনে করেন, আন্তর্জাতিক বিরতির কারণে খেলোয়াড়রা ছন্দে নেই। তবে তিনি আশাবাদী দ্বিতীয় ম্যাচেই মেয়েরা জড়তা কাটিয়ে ছন্দে ফিরবেন। রোববার হারাতে চান নেপালকে।

লিটু বলেন, “আপনারা অনেকে অবগত আছেন দলে কে কে নেই। এটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবেই। তবে আগের ম্যাচে মেয়েরা যেমন খেলেছে রোববার তারা অবশ্যই আরও ভালো করবে।”

বাংলাদেশ দলের চোট সমস্যা রয়েছে। রক্ষণের ভাগের দুই খেলোয়াড় শিউলি আজিম ও মাসুরা পারভীনের চোট কিছুটা হলেও চিন্তায় ফেলতে পারে কোচকে।

এদিকে নেপালের কোচ অনন্ত থাপা প্রথম ম্যাচ ড্র করতে পেরে যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি বলেন, “আমরা কাল জয়ের জন্যই খেলব। সবার সেই আত্মবিশ্বাস আছে।”

নেপালের বিপক্ষে মাঠে নামার আগে শনিবার (১৫ জুলাই) বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন খেলোয়াড়দের উৎসাহ দিতে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এ সময় খেলোয়াড় এবং কোচিং স্টাফদের ১০ হাজার টাকা করে বোনাস দেন বাফুফে সভাপতি।

Link copied!