• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

ইউরোপীয় জিমন্যাস্টিক্সে এস্পোসিটোর স্বর্ণপদক জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৪, ০৭:৩৮ পিএম
ইউরোপীয় জিমন্যাস্টিক্সে এস্পোসিটোর স্বর্ণপদক জয়
ম্যানিলা এস্পোসিটো। ছবি : সংগৃহীত

মাত্র এক বছর আগে একই প্রতিযোগিতায় ১২তম হয়েছিলেন ইতালির জিমন্যাস্ট ম্যানিলা এস্পোসিটো। সেই তিনিই এবার ইতালির রিমিনিতে বৃহস্পতিবার শুরু হওয়া মহিলাদের ইউরোপীয় জিমন্যাস্ট চ্যাম্পিয়নশিপের অলরাউন্ড ইভেন্টের ফাইনালে জমজ বোন অ্যালিস ডি’আমাটোকে হারিয়ে স্বর্ণপদক জিতলেন।

১৭ বছর বয়সী এস্পোসিটো রৌপ্যপদক জয়ী ডি’আমাটোকে ০.৬০১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ক্যারিয়ারের প্রথম বড় আন্তর্জাতিক সাফল্য লাভ করলেন। গ্রেট ব্রিটেনের অ্যালিস কিনসেলা এই ইভেন্টে ব্রোঞ্জপদক জিতেছেন।

ডি’আমাটো আন্টালিয়ায় গত বছর ইউরোপীয় জিমন্যাস্টিক্সে ব্রোঞ্জপতক জিতেছিলেন এবং কিনসেলা মিউনিখে ২০২২ সালে এই ইভেন্টে রৌপ্যপদক জিতেছিলেন। এবার তাদের স্বর্ণপদক জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেন এস্পোসিটো।

গত বছর এস্পোসিটো এন্টওয়ার্পে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অলরাউন্ড ইভেন্টে নবম হয়েছিলেন।

বর্তমান চ্যাম্পিয়ন ব্রিটেনের জেসিকা গাদিরোভা এবং রানারআপ হাঙ্গেরির সোফিয়া কোভাকস ইনজুরির কারণে আসরে প্রতিদ্বন্দ্বিতেই করেননি।

সিনিয়রদের দলগত ফাইনালে উঠেছে ইতালি, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রোমানিয়া, স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি  ও সুইডেন।

Link copied!