• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

‘ইনশাআল্লাহ, ভালোভাবেই কামব্যাক করবো’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৪, ০৬:০৫ পিএম
‘ইনশাআল্লাহ, ভালোভাবেই কামব্যাক করবো’
সিকান্দার রাজা। ছবি : সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে লড়াইও করতে পারেনি জিম্বাবুয়ে। হেরেছে বিশাল ব্যবধানে। শুরুতে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দীন ও শেখ মাহদির তোপে ৪১ রানেই ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে।

এরপর অষ্টম উইকেটে ক্লিভ মান্দাদা আর ওয়েলিংটন মাসাকাদজার ৭৫ রানের জুটিতে অবশেষে ১২৪ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটিতে সফরকারীদের দেওয়া ছোট লক্ষ্য দাপটের সঙ্গে টপকে ফেলে বাংলাদেশ ৮ উইকেট হাতে রেখেই।

অভিষিক্ত ওপেনার তানজিদ তামিম হাঁকান ফিফটি (৪৭ বলে ৬৭)। আর ঝোড়ো ব্যাটিং করে ১৮ বলে ৩৩ রান তোলেন তাওহিদ হৃদয়। এতে ২৮ বল হাতে রেখেই দাপুটে জয় পায় বাংলাদেশ।

ম্যাচ শেষে নিজেদের দৃষ্টিকটু ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

রাজা বলেন, ‘আমি মনে করি, এর দায় প্রত্যেকের। সিনিয়র ক্রিকেটাররা নিজেদের হাতে দায় তুলে নিতে হবে, আমরা ভুল করেছি। আমরা যদি সবকিছু ভালোভাবে করতে পারতাম, সবাই যদি নিজেদের দায়িত্ব ভালো করে পালন করতো, তাহলেই দলের সৌন্দর্য প্রকাশিত হতো। তবে অনেকেই বাজেভাবে আউট হয়েছেন।’

রাজা আরও বলেন, ‘যেসব সিনিয়রদের উপর নির্ভর করা হয়, দুর্ভাগ্যবশত তাদের কেউ ভালো করতে পারেনি। কিন্ত আমরা শিক্ষা পেয়েছি, এটি তো কেবল একটি ম্যাচ। এটি গর্বের বিষয় নয় যে, আমরা সফর ভালোভাবে শুরু করতে পারিনি। কিন্তু ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এবং ভালোভাবে কামব্যাক করবো।’

অষ্টম উইকেটে মান্দান্দা এবং মাসাকাদজার জুটির কথা উল্লেখ করে রাজা বলেন, ‘তারা সত্যিই ভালো করেছে। আমি গর্ববোধ করি যে, এখনও আমরা আক্রমনাত্মক ক্রিকেট খেলতে পেরেছি। দুর্ভাগ্যবশত, আমরা তাদের সেই ভূমিকা পালন করতে দিয়েছি যা মূলত মিডলঅর্ডার ও টপঅর্ডারদের পালন করার কথা ছিল।’

 

Link copied!