• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

বজ্রপাতে বসতঘরে আগুন, পুড়ে গেছে মা-ছেলে


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: মে ৫, ২০২৪, ০৯:৩০ এএম
বজ্রপাতে বসতঘরে আগুন, পুড়ে গেছে মা-ছেলে
বজ্রপাত। প্রতীকী ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে বসতঘরে আগুন লেগে মা ও ছেলে পুড়ে অঙ্গার হয়েছে।

রোববার (৫ মে) ভোর ৫টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন একই এলাকার হাসিনা বেগম (৩০) ও তার শিশু সন্তান হানিফ (৮)।

মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহমুদা বেগম লাকি জানান, শনিবার (৪ মে) রাত থেকে বৃষ্টি হচ্ছিল। রোববার ভোর ৫টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গোরস্থান এলাকার একটি বসতঘরে আগুন লেগে যায়। এ সময় ওই আগুনে বসতঘরেই পুড়ে অঙ্গার হয়ে যান মা হাসিনা বেগম ও তার ছেলে।

তবে ওই বাড়িতে থাকা আরেক শিশু হাফিজুর রহমান (১০) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাওয়ায় সে প্রাণে বেঁচে যায়। 

Link copied!