• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

চট্টগ্রামে রোরবারের ম্যাচও জিততে চান শান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৪, ০৪:৫৩ পিএম
চট্টগ্রামে রোরবারের ম্যাচও জিততে চান শান্ত
উইকেট পাওয়ার পর সাইফউদ্দিনকে ঘিরে বাংলাদেশের ফিল্ডাররা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে শুক্রবার পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। বোলাররা অর্ধেক কাজ সেরে দিয়েছিলেন জিম্বাবুয়েকে ১২৪ রানে আটকে দিয়ে। তাতে ম্যাচটি দুই দফা বৃষ্টির কবলে পড়লেও সফরকারীদের বিপক্ষে ঠিকই জিতেছে বাংলাদেশ।

চট্টগ্রামে রোববার দ্বিতীয় ম্যাচও জিততে চায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রথম ম্যাচের শিক্ষাকে কাজে লাগিয়ে পরের ম্যাচ জিততে চাই। দলের সাফল্যের জন্য সবারই কৃতিত্ব ও অবদান রয়েছে।’

অভিষিক্ত তানজিদ হাসান তামিম আর তাওহিদ হৃদয় তৃতীয় জুটিতে মাত্র ৩৬ বলে ঝোড়োগতিতে ৬৯ রান তুলে জয় নিশ্চিত করেন।

দফায় ৩ ওভারে বাংলাদেশ ১ উইকেটে ১০ রান তোলার পর নামে বৃষ্টি। দ্বিতীয় দফায় খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৭.২ ওভারে ১ উইকেটে তোলে ৪৪ রান।

বৃষ্টি বন্ধ হলে দ্বিতীয় জুটিতে পঞ্চাশ পার করেন তানজিদ আর শান্ত। ২৪ বলে ২১ রান করে আউট হন তিনি।

তামিম ৪৭ বলে ৮ চার আর ২ ছক্কায় ৬৭ আর হৃদয় ১৮ বলেই ৫ চার আর ১ ছক্কায় খেলেন ৩৩ রানের হার না মানা ইনিংস।

এর আগে ব্যাটে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। মাত্র ৪১ রানেই জিম্বাবুয়ে ৭ উইকেট হারায়। অভিজ্ঞ ক্রেইগ আরভিন (০),  জয়লর্ড গাম্বি ( ১৭), ব্রায়ান বেনেট (১৬), অধিনায়ক সিকান্দার রাজা (০), শন উইলিয়ামস (০), রায়ান বার্ল (০) ও লুক জঙউইক (২)  আউট হন।

পরে দলের হাল ধরেন উইকেটরক্ষক ক্লিভ মাদান্দে আর ওয়েলিংটন মাসাকাদজা। অষ্টম উইকেটে ৬৫ বলে ৭৫ রান করে জিম্বাবুয়েকে সম্মানজনক পুঁজি এনে দিয়েছেন তারা। মাদান্দে করেন ৩৯ বলে ৪৩ রান। মাসাকাদজা ৩৮ বলে করেন ৩৪ রান।

সাইফউদ্দিন ১৫ ও তাসকিন ১৪ রান দিয়ে নেন ৩টি করে উইকেট। ১৬ রানে ২ উইকেট পান শেখ মেহেদী। 

Link copied!