• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

লঙ্কানদের ৫৩১ রান, দিনশেষে উইকেট হারালো বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৫:৪৬ পিএম
লঙ্কানদের ৫৩১ রান, দিনশেষে উইকেট হারালো বাংলাদেশ
সাকিব ভালো বোলিং করেও লঙ্কানদের রান বন্যা ঠেকাতে পারেননি। ছবি : সংগৃহীত

সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানের শোচনীয় হারের পর সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে চট্টগ্রামে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু সেখানে লঙ্কানদের ব্যাটিং দাপটে বাংলাদেশের আশা মুছে যাওয়ার পথে। রোববার দ্বিতীয় দিনে ৬টি হাফ সেঞ্চুরিতে লঙ্কানরা থামে ৫৩১ রানে । জবাবে বাংলাদেশ দিনশেষে ১ উইকেটে ৫৫ রান করেছে। ফলে এখনো ৪৭৬ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা।   

লঙ্কানদের পক্ষে হাফ সেঞ্চুরি করেন নিশান মাদুশঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে চান্দিমাল ও ধনঞ্জয়ার ৮৬ রানের জুটি ভাঙেন সাকিব আল হাসান। চান্দিমাল ৫৯ রান করে লিটন দাসের ক্যাচে পরিনত হন। 

দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই ধনঞ্জয়াকে (১১১) ফেরান খালেদ আহমেদ  এলবিডব্লিউর ফাঁদে ফেলে। সাকিবের বলে প্রবাত জয়সুরিয়া (২৮) এলবিডব্লিউ হন।

তৃতীয় সেশনে বিশ্ব ফার্নান্ডোকে (১১ ) রানআউট করেন নাজমুল হোসেন শান্ত। মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হন লাহিরু কুমারা (৬)। আসিথা ফার্নান্ডোকে (০) রানআউট করেন তাইজুল ইসলাম।

শনিবার টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩১৪ রান তুলে লঙ্কানরা। রানআউট হন হাফসেঞ্চুরিয়ান মাদুশঙ্কা (৫৭)। হাসান মাহমুদের বলে বোল্ড হন করুনারত্নে (১২৯ বলে ৮৬ রান)। ১৫০ বলে ৯৩ রান করা কুশল মেন্ডিস সাকিবের বলে খোঁচা দিতে গিয়ে মিরাজের হাতে ধরা পড়েন।

বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন সাকিব। ২ উইকেট শিকার করেন হাসান মাহমুদ ও ১টি করে উইকেট নেন খালেদ আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।
 

Link copied!