• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

রাতে রিয়াল-ম্যানসিটির মহারণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ০২:৪৫ পিএম
রাতে রিয়াল-ম্যানসিটির মহারণ
রাতেই জানা যাবে, কারা সেমিফাইনালের পথে এগিয়ে যাবেন। ছবি : সংগৃহীত

ইউরোপ কেন, বিশ্বসেরা ক্লাবের তালিকা করলে এই মুহূর্তে প্রথম দুটি স্থানই দখল করে নেবে দুটি ক্লাব রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন আর ম্যানসিটি বর্তমান চ্যাম্পিয়ন। মঙ্গলবার রাত ১টায় এই আসরের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে তারা।

চ্যাম্পিয়ন্স লিগে গত দুই আসরে সেমিফাইনালে মুখোমুখি হয়েছে এই দুই দল। এবার কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ডের সেরা দুটি ক্লাব। সান্তিয়াগো বার্নাব্যুতে বসতে যাচ্ছে মহারণ। 

২০২২ সালের সেমিতে ম্যানসিটিকে হারিয়ে ফাইনালে উঠে রিয়াল। আর ২০২৩ সালে রিয়ালকে হারিয়ে ম্যানসিটি ফাইনালে উঠে যায়। 

দারুণ ছন্দে থেকেই ঘরের মাঠে নামছে লজ ব্লাংকোজরা। এখনও পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ অপরাজিত কার্লো আনচেলত্তির শিষ্যরা। ২০২৩ সালে নিজেদের মাঠে ১-১ গোলে ড্রয়ের পর সিটির মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল।

রিয়াল কোচ বলেন, ‘গতবার আমার ছেলেদের সাহসিকতার অভাব ছিল। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিকভাবে শক্ত থাকা। ম্যাচের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এবং আমার বিশ্বাস, এবার সেরা ফুটবল খেলতে পারব।’

সিটি বস পেপ গার্দিওয়াল রিয়ালকে কঠিন প্রতিপক্ষ মেনেই লড়াইয়ে নামছেন, ‘রিয়ালের মুখোমুখি হওয়া সব সময় কঠিন চ্যালেঞ্জের। তারা একদম ভিন্ন ধাঁচের ক্লাব এবং অতীত অভিজ্ঞতা দিয়ে এই টুর্নামেন্টে তারা অনেক কিছুই নিয়ন্ত্রণ করে থাকে।’

এমন ম্যাচে রিয়ালের রক্ষণে হুমকি হতে পারেন সিটির কেভিন ডি ব্রুইন, ফিল ফোডেন কিংবা আর্লিং হালান্ড। এই ত্রয়ীকে আটকাতে রণকৌশল সাজানোর কথা বলছেন রিয়ালের জার্মান ডিফেন্ডার আন্তোনি রুডিগার, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে, সিটির সেরা খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখা। বিশেষ করে হালান্ডকে।’

Link copied!