• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

মাঠের ঘাস নিয়ে প্রশ্ন গুয়ার্দিওলার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪, ০৫:১২ পিএম
মাঠের ঘাস নিয়ে প্রশ্ন গুয়ার্দিওলার
পেপ গুয়ার্দিওলা। ছবি : সংগৃহীত

ড্র ম্যাচে মাঝে-মধ্যে জয়-হারের ব্যাপার থাকে। ৩-৩ গোলের ড্রয়ে যেমন জয়ের মতো অনুভূতিই ফুটে উঠছে পেপ গুয়ার্দিওলার কথায়। রিয়াল মাদ্রিদের মাঠে তিন গোল করা তো চাট্টিখানি কথা নয়। এই মাঠ নিয়ে অবশ্য অসন্তুষ্টি আছে ম্যানচেস্টার সিটি কোচের। স্টেডিয়াম দেখতে নান্দনিক হলেও এখানকার মাঠ ও ঘাসের মান উন্নত করার পরামর্শ দিলেন তিনি।

সান্তিয়াগো বের্নাবেউতে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের উত্তেজনাপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটি এগিয়ে যায় দুই দফায়, রিয়াল এক দফায়। শেষ বাঁশি বাজার সময় এগিয়ে থাকতে পারেনি কোনো দল।

ম্যাচের পর মাঠের ঘাস নিয়ে অভিযোগ করলেন গুয়ার্দিওলা। তিনি বলেন, ‘স্টেডিয়ামটি দুর্দান্ত। তাদের এখন ঘাসের মানের দিকে খেয়াল রাখতে হবে। এটা উন্নত করতে হবে আরও। ফ্লোরেন্তিনোর (রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস) এখন কেবল মাঠ ভালো করা নিয়েই ভাবতে হবে, মাদ্রিদের মাঠ সবসময় যেমন (ভালো) ছিল।’

কোচ  আরও বলেন, ‘আমার দলের ছেলেরা আমাকে এরকমই বলেছে। লোকের অবশ্য এটাকে খারাপভাবে দেখা উচিত নয়। স্টেডিয়াম তো চোখধাঁধানো। আমি যখন খেলেছি, মাদ্রিদের মাঠও সবসময় দুর্দান্ত ছিল। কার্পেটের মতো ছিল এটি। এখন আগের মতো নেই। তবে আমি নিশ্চিত, তারা এটা ঠিক করে ফেলবে।’

জয় না পেলেও তৃপ্তি ঠিকই পেয়েছেন গুয়ার্দিওলা। প্রতিপক্ষের মাঠে তিন গোল করতে পারাই তাকে সন্তুষ্টি দিচ্ছে। তিনি জানান, ‘দুই দলই আগ্রাসী ফুটবল খেলেছে। দারুণ বিনোদনদায়ী ম্যাচ ছিল, এই টুর্নামেন্টকেই ফুটিয়ে তুলছে তা। দ্বিতীয়ার্ধের তিন গোলই ছিল অসাধারণ। আমরা এগিয়ে যাই, কিন্তু তারা সমতা ফেরায়। ফুটবল এরকমই।’

দ্বিতীয় লেগ ম্যাচ হবে বুধবার ম্যানচেস্টার সিটির মাঠে। ম্যাচটি নিজেদের মাঠে হওয়ায় গুয়ার্দিওলা বেশ খুশি। তবে সেই লড়াইয়ে নিজেদেরকে ফেভারিট মানতে নারাজ গুয়ার্দিওলা।

Link copied!