• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তিকে চান নেইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৩, ০৯:৫৫ পিএম
ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তিকে চান নেইমার

কার্লো আনচেলত্তিকে পেতে মরিয়া ব্রাজিল। কাতার বিশ্বকাপের পর তিতের জায়গা পূরণ করতে রিয়াল কোচের অপেক্ষায় রয়েছে লাতিন আমেরিকার দলটি। তবে ইতালিয়ান কোচ রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ না করে ব্রাজিলে আসতে চান না। এজন্য আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে সেলেসাওদের।

ব্রাজিলের বড় তারকা নেইমার জুনিয়র। কোচ আনচেলত্তিকে পেতে আশাবাদী এই তারকা। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বলেছেন, একজন বিদেশি কোচকে পাওয়ার সুযোগ রয়েছে আমাদের। আনচেলত্তি সবকিছু জিতেছেন। আমি নিশ্চিত তিনি আমাদের অনেক কিছু শেখাবেন।

আগামী জুনে রিয়াল মাদ্রিদে আনচেলত্তির উত্তরসূরি হতে যাচ্ছেন জাভি আলানসো। বিভিন্ন গণমাধ্যমেই এমনটাই জানা যাচ্ছে।

কাতার বিশ্বকাপের পর থেকে কোচের খোঁজে ব্রাজিল। তবে দলটির সঙ্গে নাকি মৌখিক চুক্তি করেছেন কোচ কার্লো আনচেলত্তি। সংবাদ মাধ্যম ‍‍‘রেডে গ্লোবো’কে এমনটাই জানিয়েছিলেন সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেস। তবে আনচেলত্তিকে পেতে আরও এক বছর অপেক্ষা করতে হবে নেইমারদের। কারণ, ফিফার নিয়ম অনুযায়ী, চুক্তিবদ্ধ কোনো খেলোয়াড় বা কোচ নতুন চুক্তির এক বছর আগে কোনো চুক্তি করতে পারবেন না। এমনকি ঘোষণা করতেও পারবেন না। তবে ছয় মাস বাকি থাকতে এ ব্যাপারে আলোচনার নিয়ম আছে। এক্ষেত্রে ২০২৪ সালের ১ জানুয়ারির পর আলোচনা করতে পারবে আনচেলত্তি।

Link copied!