• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

লিটন আবার শূন্য, ফিরে গেলেন শান্তও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪, ০৩:০৮ পিএম
লিটন আবার শূন্য, ফিরে গেলেন শান্তও
আবারও ডাক পেলেন লিটন দাস। ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে বোল্ড হয়েছিলেন লিটন দাস। গোল্ডেন ডাকের পর এবার খেলতে পারলেন মোটে ৩ বল। তবে রানের খাতা খুলতে পারেননি। শুক্রবার চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতেও ডাক খেয়েই ফিরেছেন এই ওপেনার। লিটন আউট হলেও সৌম্য ও শান্তর ব্যাটে বেশ ভালোই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। তবে দলীয় ৭৫ রানের সময় ফিরে যান শান্ত ব্যক্তিগত ৪০ রান করে। 

প্রথম ওভারের তৃতীয় বলটি স্টাম্পের ওপর গুড লেংথে করেছিলেন দিলশান মাদুশঙ্কা। সেখানে ফ্লিক করেছিলেন লিটন। ফাঁকা জায়গায় খেলতে পারেননি এই ওপেনার। বল চলে যায় সোজা স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা দুনিথ ভেল্লালাগের হাতে। টানা দ্বিতীয় ম্যাচে ডাক খেলেন লিটন। আর কোনো রান করার আগেই উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য ও শান্ত দ্বিতীয় জুটিতে ৭৫ রান করেন। লিটনের মতো শান্তও মাধুসঙ্কার বলে আউট হন।  

১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৮৪ রান। উইকেটে আছেন সৌম্য সরকার ৩৩ রানে ও তাওহীদ হৃদয় ৬ রানে।

এর আগে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে সফরকারীরা। মাহিশ থিকশানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দুনিথ ভেল্লালাগে। অন্যদিকে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ।
 

Link copied!