• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

আবারও ফিফার সভাপতি হলেন ইনফান্তিনো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৪:২৯ পিএম
আবারও ফিফার সভাপতি হলেন ইনফান্তিনো

আবারও আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। কেউ প্রতিদ্বন্দ্বীতা না করায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেন তিনি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ফিফার ৭৩তম কংগ্রেসে এই দায়িত্ব পান ইনফান্তিন্তো। নতুন মেয়াদে ২০২৭ সাল পর্যন্ত ফিফার সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।

২০১৬ সালে দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ফিফা সভাপতির পদ থেকে অপসারিত হয়েছিলেন সেফ ব্লাটার। সেই টালমাটাল অবস্থায় ফিফার দায়িত্ব নিয়েছিলেন ইনফান্তিনো। এরপর নিজের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণে দ্রুত সময়ের মধ্যে ফিফার ভিতরকার অবস্থা ঠিক করেন্ত তিনি।

নিজের কাজের মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠেন ইনফান্তিনো। এর ফলে ২০১৯ সালেও তার ওপর আস্থা রাখে সদস্য দেশগুলো।

কাতারে বিশ্বকাপ আয়োজনে যখন সমালোচনায় মুখর পশ্চিমা বিশ্ব তখন প্রায় একা হাতেই তাদের সমালোচনার জবাব দিয়েছিলেন ইনফান্তিনো। এরপর ২০২৬ বিশ্বকাপেও দল বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি।

Link copied!