• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

বার্সার মাঠে প্রথম এল-ক্লাসিকো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৩, ০৯:০৫ পিএম
বার্সার মাঠে প্রথম এল-ক্লাসিকো

দেশের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতেই ব্যস্ত ফুটবলাররা। এছাড়া চলছেও ইউরোর বাছাইপর্ব। কিছুদিন পরই শুরু হবে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে লা লিগার সূচি।

বৃহস্পতিবার (২২ জুন) সময় সূচি প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ।

লা লিগার সময় সূচি অনুযায়ী, প্রথম খেলা গড়াবে আগামী ১৩ আগস্ট। এই দিন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলই মাঠে নামবে। আর প্রথম এল ক্লাসিকো হবে বার্সার মাঠে।

স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা লড়াই হবে ২৯ অক্টোবর। বার্সেলোনার লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
 

১৩ আগস্ট প্রথম ম্যাচে গেতাফের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ নামবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। ক্যাম্প ন্যুয়ের পরিবর্তে দুইটি হোম ম্যাচই হবে লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কারণ, বার্সার হোম ক্যাম্প ন্যুয়ে সংস্কার কাজ চলছে।

এল ক্লাসিকোর ফিরতি ম্যাচ সান্তিয়াগো বার্নাব্যুতে হবে। ফিরতি লেগের ম্যাচটি আগামী বছরের ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। গত মৌসুমের মতো এবারও প্রাক-মৌসুম হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। আগামী ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যাচটি অনুষ্ঠিত হবে।  

Link copied!