• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

তিন হাফ সেঞ্চুরিতে প্রথম দিনটা শ্রীলঙ্কার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০৫:৪২ পিএম
তিন হাফ সেঞ্চুরিতে প্রথম দিনটা শ্রীলঙ্কার
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে দুটি উইকেট শিকার করেন হাসান মাহমুদ। ছবি : সংগৃহীত

দ্বিতীয় সেশনে ২ উইকেট তুলে নিতে পারলেও তৃতীয় সেশনে এসে লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। হাফ সেঞ্চুরি পূরণ করেছেন আগেই। সেঞ্চুরি থেকে ৭ রান দূরে তখন। এমন সময়ই সাকিব আল হাসানের একটি আউট সুইং বলে খোঁচা দিতে গিয়ে ধরা খেলেন তিনি। এই সেশনে হাসান মাহমুদের দ্বিতীয় শিকারে পরিনত হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। 

সবমিলে চট্টগ্রামে শনিবার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ৪ উইকেট হারালেও তিনটি হাফ সেঞ্চুরিতে ৩১৪ রান তুলে বেশ নিরাপদ স্থানে এবং প্রথম ইনিংসে বিগ স্কোরের পথেই রয়েছে সফরকারী শ্রীলঙ্কা দল। 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর মিশনে টসভাগ্য সহায় হয়নি টাইগারদের। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। 

শ্রীলঙ্কার নিশান মাদুশকা ও দিমুথ করুনারত্নের ওপেনিং জুটি ভাঙে দলীয় ৯৬ রানের সময়। রানআউট হন মাদুশঙ্কা। তিনি করেন ৫৭ রান। এরপর অভিষিক্ত পেসার হাসান মাহমুদের বলে বোল্ড হন করুনারত্নে। ১২৯ বলে ৮ চার আর ১ ছক্কায় ৮৬ রান করেন তিনি। দলীয় ২৬৩ রানের মাথায় সাকিব আল হাসানের বলে মেহেদি হাসান মিরাজের হাতে ধরা পড়েন ডেঞ্জারম্যান কুশল মেন্ডিজ।  ৯৩ রান করেন কুশল। দলীয় ২৮৯ রানের সময় হাসান মাহমুদের বলে মিরাজের ক্যাচে পরিনত হওয়ার আগে ম্যাথিয়াস করেন ২৩ রান। দীনেশ চান্ডিমাল ৩৪ এবং ধনঞ্জয়া ডি সিলভা ১৫ রানে অপরাজিত রয়েছেন। 

বাংলাদেশের হাসান মাহমুদ ৬৪ রানে ২টি এবং সাকিব ৬০ রানে ১টি উইকেট লাভ করেন। 

উল্লেখ্য, সিলেটে প্রথম টেস্টে ৩২৮ন রানে জিতে দুই টেস্টের সিরিজে এগিয়ে রয়েছে সফরকারীরা।  

 

Link copied!