• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

মেসির অভিযোগে বিতর্কিত রেফারিকে বাড়ি পাঠালো ফিফা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ১২:১৬ পিএম
মেসির অভিযোগে বিতর্কিত রেফারিকে বাড়ি পাঠালো ফিফা
ছবি: গেটি ইমেজস

বিতর্ক তার আগে থেকেই সঙ্গে ছিল। কিন্তু চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে যেন সব বিতর্ককে ছাপিয়ে গিয়েছেন রেফারি মাতেও লাহোজ। এক ম্যাচেই দুই মিলিয়ে হলুদ কার্ড দেখিয়েছেন ১৫ জনকে। এই বিতর্কিত ম্যাচের পর তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ফিফা।

ম্যাচ শেষ হওয়ার পর থেকে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন লাহোজ। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি তো গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোজকে রেফারিং করতে দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন।

মেসির মতে লাহোজ কখনোই আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার যোগ্য নন। ফিফাকে এসব বিষয়ে নজর দিতেও বলেন তিনি।

তবে শুধু মেসি নয়, নেদারল্যান্ডস দলের একাধিক ফুটবলারও লাহোজকে সমালোচনায় বিদ্ধ করেছেন। একই ম্যাচে দুই দলেরই রেফারিকে নিয়ে সমালোচনায় টনক নড়েছে ফিফার।

ওই ম্যাচের পরই লাহোজকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ফিফা। অথচ অনেকে শঙ্কা প্রকাশ করেছিলেন রেফারিকে নিয়ে মন্তব্য করায় মেসির শাস্তি হতে পারে। কিন্তু ফিফা মেসির ইচ্ছাই পূরণ করলো, বিতর্কিত লাহোজকেই বিদায় করে দিলো বিশ্বকাপ থেকে।

Link copied!