• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক সৌদি আরব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৬:১১ পিএম
ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

ডিসেম্বরে ২০২৩ সালের ক্লাব বিশ্বকাপের জন্য নির্বাচিত হয়েছে সৌদি আরব। নির্বাচিত হওয়ার মানে সৌদি আরব এই বছর তাদের প্রথম বড় ফিফা ইভেন্টের আয়োজন করবে।

মধ্যপ্রাচ্যের রাষ্ট্র মিশর এবং গ্রিসের পাশাপাশি ২০৩০ সালের বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার প্রস্তুতি নিচ্ছে সৌদি। এরমধ্যেই তারা পেয়েছে ফিফা থেকে বড় সুসংবাদ।

সৌদি ক্রীড়া মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল বলেছেন, "বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব এবং তাদের ভক্তদের সৌদি আরবে স্বাগত জানানোর সুযোগ পেয়ে আমরা সম্মানিত এবং অত্যন্ত উচ্ছ্বসিত।"

গত বছরের কাতার বিশ্বকাপে দেশের পারফরম্যান্স উল্লেখ করে আল ফয়সাল বলেছেন: “সম্ভাব্য সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার জাতি হিসেবে আমাদের সক্ষমতা দেখেছেন সবাই। এখন আমাদের কাছে প্রমাণ করার সুযোগ আছে যে আমরা বিশ্বমানের আয়োজক। আমরা খেলার প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা এবং খেলাধুলার ভালো পৃষ্ঠপোষক হওয়ার জন্য উন্মুখ।"

রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশিবার এই প্রতিযোগিতায় জিতেছে। এবার তারা আল-হিলালের বিপক্ষে ৫-৩ ব্যবধানে জিতে তাদের পঞ্চম শিরোপা ঘরে তুলেছে।

Link copied!