• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

প্যারিসেই থাকছেন নেইমার?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০৪:৫১ পিএম
প্যারিসেই থাকছেন নেইমার?

লিওনেল মেসি প্যারিস ছেড়েছেন, কিলিয়ান এমবাপ্পেও সাফ জানিয়ে দিয়েছেন পিএসজির সঙ্গে বাড়াচ্ছেন না চুক্তি, গুঞ্জন উঠেছিল নেইমারকেও দলে রাখতে চাচ্ছে না ফ্রেঞ্চ ক্লাব। তবে নেইমার ক্লাবেই থাকবেন বলে ধারণা করছে পশ্চিমা গণমাধ্যমগুলো।

নেইমারের নাম প্রিমিয়ার লিগ এবং সৌদি আরবের সাথে যুক্ত ছিল। ব্রাজিলিয়ান খেলোয়াড়ের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তির অধীনে রয়েছে পিএসজি। মনে হচ্ছে তিনি চুক্তি পূর্ণ করেই প্যারিস ছাড়বেন।

পিএসজির পরবর্তী ম্যানেজার হিসেবে লুইস এনরিকের আগমনকে স্বাগত জানিয়েছেন নেইমার । দু‍‍`জন এফসি বার্সেলোনায় একসাথে ছিলেন। এমনকি, ২০১৫ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতেছিলেন।

ফরাসি মিডিয়া বলেছে যে, ৩১ বছর বয়সী পিএসজি ছেড়ে যেতে আগ্রহী বলে মনে হচ্ছে না। মারকুইনহোস নেইমারের স্বাস্থ্য সম্পর্কে একটি আপডেট দিয়েছেন এবং গুজব সত্ত্বেও তার স্বদেশীকে পিএসজিতে থাকতে দেখার ইচ্ছার কথা উল্লেখ করেছেন। নেইমার ফেব্রুয়ারিতে সিজন শেষে গোড়ালির ইনজুরিতে ভুগেছিলেন। কিন্তু মনে হচ্ছে ফরোয়ার্ড ২০২৩-২৪ মৌসুমে  এনরিকের অধীনে শুরু করার জন্য প্রস্তুত হচ্ছেন।

Link copied!