• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

স্পেনের বিপক্ষে ঐতিহাসিক জয় কলম্বিয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৩:১৫ পিএম
স্পেনের বিপক্ষে ঐতিহাসিক জয় কলম্বিয়ার
গোল করার আগের মুহূর্তে ড্যানিয়েল মুনোজ (সর্বডানে)। ছবি : সংগৃহীত

সাবেক বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন স্পেন দল এক বছর আগে সর্বশেষ হেরেছিলো। ২০২৩ সালের ২৯ মার্চ স্কটল্যান্ডের কাছে ০-২ গোলে হারের পর স্প্যানিশরা সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত বছর ৮ ম্যাচে অপরাজিত ছিল। কিন্তু লুইস ডি লা ফুয়েন্তের শিষ্যরা চলতি বছরে প্রথম ম্যাচ খেলতে নেমেই পরাজিত হলো তারা। 

লন্ডনের প্রীতি ম্যাচে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার কাছে ০-১ গোলে হেরেছে স্প্যানিশরা। ড্যানিয়েল মুনোজ গোলটি করেন। 

তবে কলম্বিয়ার জন্য এই জয় ঐতিহাসিক। কারণ, এই প্রথম স্পেনের বিপক্ষে কোনো ম্যাচে জয়ের দেখা পেলো তারা।

মূলত খেলার চিত্র পাল্টে দেন হামেশ রদ্রিগেজ। সঙ্গে ছিলেন লিভারপুলে খেলা লুইজ দিয়াজ। ৬১ মিনিটে ড্যানিয়েল মুনোজ যে গোলটি করেন, সেটা তৈরিই করে দিয়েছিলেন রদ্রিগেজ। এই টানা পঞ্চম জয় এবং টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড কলম্বিয়ার।

হামেশ একটি লম্বা পাস দেন লুইস দিয়াজকে। তিনি সেটা ধরে দুর্দান্ত ড্রিবলিংয়ে ভিভিয়ানকে কাটিয়ে বামপাশে চ্যানেল তৈরি করে বল ঠেলে দেন ক্রিস্টাল প্যালেস ডিফেন্ডার মুনোজকে। যিনি দুর্দান্ত এক অ্যাক্রোবেটিক ভলিতে বল জড়িয়ে দেন স্পেনের জালে। 

এরপরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে কলম্বিয়ানরা এবং বেশ কিছু সুযোগ মিস করে তারা। স্পেনও কিছু সুযোগ তৈরি করে। কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারেনি। 

ইউরো চ্যাম্পিয়নশিপের আগে এই হার কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলেছে স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তের কপালে।
 

Link copied!