• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

মিয়ামি ওপেনে কলিন্সের শিরোপা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪, ০৮:০৯ পিএম
মিয়ামি ওপেনে কলিন্সের শিরোপা
রাইবাকিনার বিপক্ষে রিটার্ন শট নিচ্ছেন কলিন্স। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্স চতুর্থ বাছাই কাজাখস্তানের এলেনা রাইবাকিনাকে সরাসরি ৭-৫ ও ৬-৩ সেটে হারিয়ে মিয়ামি ওপেন টেনিস টুর্নামেন্টের শিরোপা জিতেছেন। এটা তার ক্যারিয়ারের প্রথম ‘ডবিøউটিএ ১,০০০’ ইভেন্ট শিরোপা।

কলিন্স চলতি বছর শেষে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। ৩০ বছর বয়সী কলিন্সের ক্যারিয়ারের তৃতীয় শিরোপা এবং ২০২১ সালের পর প্রথম।

স্কাই স্পোর্টসের সাথে কথা বলার সময় তিনি বলেন, ‘আমার পাশে পুরো স্টেডিয়ামের সমর্থন থাকাটা ছিল বিশেষ কিছু।’

২০২২ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন রাইবাকিনাকে পরাজিত করে নতুন এক কৃতিত্ব অর্জন করেন। বিশ্বের ৫৩ নম্বর তারকা কলিন্স ২০০৫ সালে কিম ক্লিস্টার্সের পর এই প্রথম মিয়ামিতে অবাছাই হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন।

ফাইনালের এই জয়ের ফলে সোমবার বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ যে তালিকা প্রকাশ করা হবে, সেখানে ২২তম স্থানে উঠে যাবেন কলিন্স।

উল্লেখ্য, ২০২১ সালে শারীরিক সমস্যার কারণে তাকে অস্ত্রোপচারের মুখোমুখি হতে হয়েছিল।
 

Link copied!