• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০৬:৫৮ পিএম
ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি!

কাতার বিশ্বকাপে ভালো করতে পারেনি ব্রাজিল। তারপর দলটির দায়িত্ব থেকে সরে দাঁড়ান কোচ তিতে। এরপর থেকেই নেইমারদের কোচ খুঁজছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এবার দলটির দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। সংবাদ মাধ্যম ‍‍‘রেডে গ্লোবো‍‍’কে এমনটাই জানিয়েছেন সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেস।

তবে এখনই নেইমাররা আনচেলত্তিকে কোচ হিসেবে পাচ্ছেন না। কারণ, ২০২৪ সালের ১ জুলাই পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন তিনি। এজন্য আনচেলত্তিকে পেতে অপেক্ষা করতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

ফিফার নিয়ম অনুযায়ী, চুক্তিবদ্ধ কোনো খেলোয়াড় বা কোচ নতুন চুক্তির এক বছর আগে কোনো চুক্তি করতে পারবেন না। এমনকি ঘোষণা করতেও পারবেন না। তবে ছয় মাস বাকি থাকতে এ ব্যাপারে আলোচনার নিয়ম আছে। এক্ষেত্রে ২০২৪ সালের ১ জানুয়ারির পর আলোচনা করতে পারবে আনচেলত্তি।

এর আগেও শোনা গিয়েছিল আনচেলত্তি ব্রাজিলের কোচ হচ্ছেন। তবে রিয়াল মাদ্রিদেই থাকতে চান বলে জানান এই কোচ। এবার রেডে গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী , হেক্সা মিশনে নেইমারদের বস হতে যাচ্ছেন এই ইতালিয়ান কোচ। এইজন্য মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে।

আগামী ২০ জুন বর্ণবাদবিরোধী ম্যাচে সেনেগালের মুখোমুখি ভিনি-কাসেমিরোরা।

  

Link copied!