• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

আত্মঘাতী গোলে এল ক্লাসিকো জয় বার্সেলোনার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৩, ১১:৩৮ এএম
আত্মঘাতী গোলে এল ক্লাসিকো জয় বার্সেলোনার

সান্তিয়াগো বার্নাব্যুতে বৃহস্পতিবার রাতে এল ক্লাসিকোয় মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কোপা দেল রে‍‍`র সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে কাতালান ক্লাবটি।

ম্যাচের প্রথম থেকেই বার্সেলোনার দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। রবার্ট লেভানদোভস্কির ইনজুরিতে ছিটকে যাওয়া ভোগাতে থাকে কাতালানদের। তবে ম্যাচের ২৬ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা।

এটাই ছিল বার্সেলোনার প্রথম উল্লেখযোগ্য আক্রমণ। এই প্রথম আক্রমণেই এগিয়ে যায় জাভি হার্নান্দেজের দল। ডি-বক্সে বল পেয়ে কেসিয়ের নেওয়া শট কোনোমতে পা দিয়ে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। তবে ফিরতি বল মাদ্রিদ ডিফেন্ডার এডের মিলিতাওয়ের পায়ে লেগে জালে জড়ায়।

তবে রেফারি  প্রথমেই গোল দেননি কারণ ব্রাজিলের বার্সা তারকা রাফিনহা অফসাইডে ছিলেন। তবে ভাগ্য ভালো বলতে হবে বার্সার। কারণ খেলোয়াড়ের মুভ বলের দিকে ছিল না। ফলে ভিএআরে আসে গোলের সিদ্ধান্ত। এটাই ম্যাচের একমাত্র গোল।

বছরের দ্বিতীয় ক্লাসিকোতে জয় পেল বার্সেলোনা। জানুয়ারিতে রিয়ালকে হারিয়েই স্প্যানিশ সুপার কাপ জিতেছিল বার্সেলোনা। এদিকে, টানা দুই ম্যাচে জয়শূন্য রিয়াল। লা লিগায় শেষ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ১-১ সমতায় শেষ করেছিল তারা।

টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার পর ইউরোপা লিগের প্লে অফে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে বাদ পড়ে যায় বার্সেলোনা। লা লিগায় শীর্ষে থাকা দলটি এরপর লিগে ১৫ নম্বরে থাকা দুর্বল আলমেরিয়ার বিপক্ষে হেরে যায়।

Link copied!