• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভারতের বিপক্ষে আফগানিস্তানের লড়াকু সংগ্রহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০৬:৩০ পিএম
ভারতের বিপক্ষে আফগানিস্তানের লড়াকু সংগ্রহ
ছবি: সংগৃহীত

নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ২৭৩ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। দুই হাফসেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান তোলে আফগানরা। হাশমতউল্লাহ শাহীদি ৮০ ও আজমতউল্লাহ ওমরজাই করেন ৬২। ভারতের হয়ে জাসপ্রীত বুমরাহ নেন ৩৯ রানে ৪ উইকেট।

টসের পর দুই দলের অধিনায়কের কন্ঠে দুই রকম সুর। আফগানরা টস জিতে ব্যাটিং নিলেও ভারত অধিনায়ক বলেছেন তিনি টসে জিতলে নিতেন ফিল্ডিং। কারণ কুয়াশা। অবশ্য টস জিতে ব্যাট করতে নেমে আফগানদের ব্যাটিং খারাপ হয়নি। ওপেনিং জুটিতে দলটি তোলে ৬ ওভার ৪ বলে ৩২ রান। এই জুটি ভাঙে ২২ রানে ইব্রাহিম জাদরান ফিরলে। তার উইকেটটি তুলে নেন বুমরাহ।

এরপর ক্রিজে আসা রহমত শাহকে নিয়ে জুটি বড় গড়ার ইঙ্গিত দিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তবে এই উইকেটরক্ষক ব্যাটার তার ইনিংসটি লম্বা করতে পারেননি। ১৩ তম ওভারের চতুর্থ বলে হার্দিক পান্ডিয়াকে পুল করেন গুরবাজ। ডিপ ফাইন লেগে দাড়িয়ে থাকা শার্দুল ঠাকুর প্রথমে ছয় বাঁচান, বাউন্ডারি লাইন ছাড়িয়ে যাওয়ার আগে বলটি তিনি উপরের দিকে ছুড়ে দেন। এরপর সেটি আবার ক্যাচ বানিয়ে নেন শার্দুল। ৩ চার ও ১ ছক্কায় গুরবাজ করেন ২১ রান (২৮ বল)। দ্বিতীয় উইকেটে গুরবাজ-রহমতের জুটি ছিল ৩৭ বলে ৩১ রানের।

পরের ওভারেই এই শার্দুল ঠাকুর তুলে নেন রহমত শাহর উইকেট। ১৬ রান করা রহমত রিভিইউ নিয়েও বাঁচতে পারেননি। আউট হন এলবিডব্লিইউর ফাঁদে পড়ে।

মনে হচ্ছিল আরও একটি ছোট স্কোরে আটকে যাবে আফগানিস্তান। তবে সেটা হতে দেননি হাসমতউল্লাহ ও আজমতউল্লাহ। এই দুই ব্যাটসম্যান গড়েন ১২১ রানের জুটি। দুজনই তুলে নেন ফিফটি। এরপরিই আজমতউল্লাহর বিদায়। ৪ ছয় ও ২ চারে ৬২ রান করা আজমউল্লাহকে ফেরান হার্দিক পান্ডিয়া। ভাঙে ভারতের বিপক্ষে তাদের গড়া প্রতিরোধ।

এরপর মোহাম্মদ নবীকে নিয়ে ৪১ রানে জুটি গড়েন আফগান অধিনায়ক। এই জুটি ভাঙেন কুলদীব যাদব। ফেরান ৮০ রান করা হাসমতউল্লাহ শাহিদীকে।

আফগান অধিনায়ক যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তখনও ম্যাচে ৪৪ বল বাকি ছিল। তবে শেষ দিকের ব্যাটসম্যানরা সেভাবে নিজেদের মেলে ধরতে না পারায় স্কোরটা বড় করতে পারেনি। শেষ ৪৪ বলে তারা তোলেন ৪৭ রান। যেখানে নবীর ১৯, রশিদ খানের ১৬ ও মুজিব উর রহমানের ১০ রান ছিল।  আফগানদের স্কোর থামে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৭২ রানে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!