• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

সোবহানার আউটে পাগলাটে উদযাপন করা লঙ্কান ক্রিকেটারের শাস্তি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৯:১১ পিএম
সোবহানার আউটে পাগলাটে উদযাপন করা লঙ্কান ক্রিকেটারের শাস্তি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সোবহানা মোস্তারির ব্যাটে ঝড়ো শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে সোবহানা আউট হতেই তার সামনে গিয়ে পাগলাটে উদযাপন করেন শ্রীলঙ্কান উইকেটরক্ষক আনুশকা সাঞ্জিবানি। আর এতেই জরিমানার কবলে পড়লেন তিনি।

ঘটনা ইনিংসের দশম ওভারের, দারুণ খেলতে থাকা সোবহানা লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর বলের লাইন মিস করে বোল্ড হন। এরপর সোবহানার দিকে আক্রমণাত্মকভাবে ছুটে গিয়ে উদযাপন করেন আনুশকা।

যেটা আইসিসির নিয়মে মাত্রাতিরিক্ত ও আচরণবিধি লঙ্ঘন। এই অপরাধের দায়িয়ে আনুশকাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানাসহ একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছেন ম্যাচ রেফারি।

ম্যাচ শেষে ম্যাচ রেফারি জেএস লক্ষ্মীর কাছে সাঞ্জিবানি নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১২৬ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। মারুফা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে ভালো শুরু পেলেও বাকি বোলার ও ফিল্ডারদের ব্যর্থতায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে। 

Link copied!