যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলার আহ্বান তারেক রহমানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১১:২৩ পিএম
যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলার আহ্বান তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটাধিকার যেন কেউ ষড়যন্ত্র করে কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের দেখামাত্র ‘গুপ্ত’ বলে চিহ্নিত করতে হবে।

শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলীতে বিসিক শিল্প পার্ক এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সিরাজগঞ্জের ছয়টি ও পাবনার পাঁচটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাঁদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরে যারা জনগণের পাশে ছিল না, তারাই এখন এসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি দাবি করেন, এরা তাদের সঙ্গে মিশে ছিল, যারা ৫ তারিখে দেশ ছেড়ে পালিয়ে গেছে।

তারেক রহমান বলেন, দেশের মানুষ এখন প্রতিপক্ষের সমালোচনা নয়, বরং জানতে চায় কোন রাজনৈতিক দল দেশ ও জনগণের জন্য কী পরিকল্পনা নিয়ে এগোবে। তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপি জনগণের সামনে সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করেছে এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে।

উত্তরাঞ্চলের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সিরাজগঞ্জ ও পাবনাসহ এ অঞ্চলে কৃষির পাশাপাশি ছোট ও মাঝারি শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষিকে শক্তিশালী করার পাশাপাশি তরুণদের কর্মসংস্থান সৃষ্টির জন্য নতুন শিল্প পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। একই সঙ্গে ঠাকুরগাঁও-পঞ্চগড় থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পুরো উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলে জানান বিএনপির চেয়ারম্যান।

তাঁতশিল্প প্রসঙ্গে তারেক রহমান বলেন, সিরাজগঞ্জ ও পাবনার তাঁতশিল্প দেশের ঐতিহ্য। এই শিল্পে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

নারীদের স্বাবলম্বী করার বিষয়ে তারেক রহমান বলেন, অতীতে বিএনপি সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী বিএনপি সরকার নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেবে বলে তিনি জানান।

কৃষকদের জন্য বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সার, বীজ ও কীটনাশক সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিতে না পারে। এ জন্য ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, আইটি খাতে কর্মরত তরুণদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সিরাজগঞ্জ ও পাবনায় প্রশিক্ষণ কেন্দ্র ও ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি।

এ ছাড়া ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য সরকারের পক্ষ থেকে মাসিক সম্মানী প্রদানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারেক রহমান।

ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, ভোটে বিজয়ী হলে আগামী দিনের সরকার অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাত সংস্কারে অগ্রাধিকার দেবে।

Link copied!