• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

পবিত্র জুমাতুল বিদা আজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৩, ১১:৪২ এএম
পবিত্র জুমাতুল বিদা আজ

পবিত্র মাহে রমজানের শেষ জুমা আজ (২১ এপ্রিল)। দিনটি মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ। তাই জুমাতুল বিদা মানে শেষ জুমা।

মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না। জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে মুসল্লিরা বিশেষ দোয়া করে থাকেন। এ ছাড়া বিভিন্ন আমল ও নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

রমজান মাস সীমাহীন ফজিলতের মাস। আর নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক।

সারা বছরের মধ্যে মুমিনের কাছে রমজান খুবই গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।

Link copied!