• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সংঘর্ষে আহত পুলিশ সদস্যের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ০৪:৫০ পিএম
সংঘর্ষে আহত পুলিশ সদস্যের মৃত্যু
ছবি : সংগৃহীত

রাজধানীতে বড় দুই দলের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য মারা গেছেন।

শনিবার (২৮ অক্টোবর) বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।  

বাচ্চু মিয়া জানান, ফকিরাপুল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢামেকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে, বিকেল ৩টা ৩৯ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেল জানায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত।

এতে আরও বলা হয়, বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত ২২ পুলিশ সদস্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং বাকি ১৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে দুপুরে নয়াপল্টনে মহাসমাবেশ করছিল বিএনপি। এসময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে সেখান থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

Link copied!