• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সরকারের পদত্যাগের দাবিতে সিপিবির পদযাত্রা শুক্রবার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩, ০৪:১৩ পিএম
সরকারের পদত্যাগের দাবিতে সিপিবির পদযাত্রা শুক্রবার

সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ কমিটির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে শুক্রবার (২৫ আগস্ট)।  

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নিরপেক্ষ জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দুর্নীতি-লুটপাট-অর্থপাচার-বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, পদযাত্রাটি পল্টন মোড় থেকে গুলিস্তান হয়ে নবাবপুর গিয়ে শেষ হবে। পদযাত্রা পূর্ব ও সমাপনী সমাবেশে সিপিবির জাতীয় নেতারা বক্তব্য দেবেন।

Link copied!