• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

সরিয়ে দেওয়া হলো চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৮:০২ এএম
সরিয়ে দেওয়া হলো চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে চৌধুরী আব্দুল্লাহ মামুনকে।

মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন ভাস্কর দেবনাথ বাপ্পি।

প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ এতদ্বারা বাতিল করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ২০২২ সালের ২২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আইজিপি হিসেবে নিয়োগের ঘোষণা দেয় সরকার। এরপর ৩০ সেপ্টেম্বর তিনি দায়িত্ব নেন। চাকরির বয়সসীমা পূর্ণ হওয়ায় ২০২৩ সালের ১১ জানুয়ারি তিনি স্বাভাবিক অবসের যান। এরপর দুই দফায় তাঁর চারকরির মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ তাঁকে দেড় বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল।

Link copied!