• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে বিজয় র‌্যালি করতে ডিএমপিতে বিএনপির চিঠি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩, ০৭:৩০ পিএম
রাজধানীতে বিজয় র‌্যালি করতে ডিএমপিতে বিএনপির চিঠি
প্রতীকী ছবি

মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করার অনুমতি চেয়ে ডিএমপিতে চিঠি দিয়েছে বিএনপি।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনার কার্যালয়ে গিয়ে চিঠি পৌঁছে দেয়।

কার্যালয় থেকে বেরিয়ে এ তথ্য জানান নিতাই রায় চৌধুরী।

নিতাই রায় চৌধুরী বলেন, “১৬ ডিসেম্বর দুপুর ১টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হবে। র‌্যালিটি মালিবাগ, মৌচাক হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে। এ র‌্যালির জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে গিয়েছিলাম। সেখানে ডিএমপি কমিশনার ছিলেন না। অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. ম. মুহিদ উদ্দিনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের চিঠি গ্রহণ করেছেন।”

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে বিএনপি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে বিএনপি। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয় থেকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রওনা হবে।

এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বুদ্ধিজীবী ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেবেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!