• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

ভোরের পাতার সম্পাদক এরতেজার জামিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০৬:২৮ পিএম
ভোরের পাতার সম্পাদক এরতেজার জামিন

জালিয়াতি ও প্রতারণার মামলায় দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।

জানা যায়, পাঁচ হাজার টাকা মুচলেকায় আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এরতেজা হাসানকে জামিন মঞ্জুরের আদেশ দেন আদালত।

এর আগে মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীর গুলশান-২ এলাকা থেকে কাজী এরতেজা হাসানকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

পিবিআইয়ের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ সুপার আবু ইউসুফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর খিলক্ষেতে গত ১০ জানুয়ারি করা একটি জালিয়াতি ও প্রতারণার মামলার তদন্তে এরতেজার নাম উঠে আসে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারনামীয় আরও তিন আসামির মধ্যে একজন নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ আব্দুল্লাহ। অন্য দুই জন হলেন রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। এই মামলায় এর আগে গ্রেপ্তার হয়েছিলেন আবু ইউসুফ আব্দুল্লাহ।

তদন্ত কর্মকর্তার আবেদনের পর গত ২ নভেম্বর এরতেজা হাসানের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৪ নভেম্বর তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

কাজী এরতেজা হাসান আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!