গোলাপবাগের সমাবেশ থেকে আন্দোলন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, “আজকে থেকে আন্দোলন শুরু হলো। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঢাকার বুকে কোটি মানুষের সমাবেশ করে বর্তমান সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামাব, বিচারের কাঠগড়ায় দাঁড় করাব এবং প্রতিটি অন্যায়ের বিচার করে কারাগারে পাঠাব।”
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, “বিজয়ের মাস ডিসেম্বর। এই মাসে বর্তমান সরকারের রক্ষীবাহিনী আমাদের পার্টি অফিসের সামনে ন্যক্কারজনকভাবে সাধারণ জনতার বুকে গুলি চালিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। আজ সারা দেশের, সারা পৃথিবীর মানুষ দিন গুনছে কীভাবে এই ভয়াবহ, খুনি, বর্বর সরকারের হাত থেকে দেশের মানুষ মুক্তি পাবে।”
দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি করে ইশরাক বলেন, “দেশের পুলিশ আর পুলিশের পোশাক পরার অধিকার রাখে না। আপনারা জনগণের টাকায় কেনা অস্ত্র, পোশাক রেখে মুজিব কোর্ট পরে রাস্তায় আসেন। দেখেন, আমরা জিয়ার সৈনিকেরা আপনাদের উচিত জবাব দিতে পারি কি না।”
এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) গণসমাবেশ আয়োজনের পুলিশি অনুমতি পাওয়ার পরই ভেন্যুতে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। বিকাল থেকেই দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গোলাপবাগ মাঠে জড়ো হতে থাকেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



























