পঞ্চগড় সদর উপজেলায় পিকআপের ধাক্কায় ফিরোজ আলম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সোহেল রানা (২০) নামের আরও একজন।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় সদরের পিটিআই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর তাতিপাড়া এলাকার ফেরদৌসের ছেলে। আহত সোহেল একই এলাকার বাবলুর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে মোটরসাইকেল যোগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘুরতে আসেন তারা। পথে পঞ্চগড় সদরের পিটিআই নামক এলাকায় পৌঁছালে একটি পিকআপের সামনের চাকা ফেটে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুইজনেই গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন। সোহেল বর্তমানে চিকিৎসাধীন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান জানান, ঘটনার পরে ঘাতক পিকআপটিকে আটক করা হলেও চালক পালিয়ে যান।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




























