করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০৭:১৩ পিএম
করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। 

একই সময়ে শনাক্ত হয়েছে ১২ হাজার ১৪৮ জন। শুক্রবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ। 

দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন। মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৪৬৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন নয় লাখ ১৪ হাজার ৩৪৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৫৩৬ জন। 

একদিনে সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা বিভাগ।  মৃত্যুর সংখ্যা ৩৯। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৩৬ জন, রাজশাহীতে ১৪ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!